নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত
নরসিংদী জেলার পলাশ ও রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (১২ ফেব্রয়ারি) দুপুরে পৃথক এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ঢাকাগামী তূর্ণা নিশিতা ট্রেন মেথিকান্দা রেলস্টেশন দিয়ে যাওয়ার সময় অপু ভৌমিক নামে (৪০) এক ব্যক্তি কাটা পড়ে নিহত হন। ট্রেনের চাকার নিচে পড়ে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। মোবাইল ফোন থেকে তার নাম নিশ্চিত হয় পুলিশ।
অন্যদিকে, নরসিংদীর টান ঘোড়াশাল স্টেশনের অদূরে আরও এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তবে তার নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা করেছে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, পৃথক দুটি জায়গায় ট্রেনে কাটা পড়ে দুজন নিহত হয়। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভৈরব রেলওয়ে থানায় পুলিশ বাদী হয়ে দুটি অপমৃত্যু মামলা করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন