নরসিংদীতে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
            
                     
                        
       		নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২৭ আগস্ট রোববার সকালে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টে্রট আবু নইম মোহাম্মদ মারফ খান।
এ উপলক্ষে ‘মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ স্লোগানে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।
র্যালিতে সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এসময় নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চুসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র—ছাত্রী, ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ উপস্থিত ছিলেন।
 
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




