নরসিংদীতে ঢাকা সিলেট মহাসড়কে হরতাল ও অবরুধের মাঝে সড়ক দূর্গটনায় আহত-৪

নরসিংদী শিবপুর উপজেলা চৈতন্যা বাসটেন্ড এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ২ কাবাটব্যান মুখামুখি সংগর্ষে আহত হয় -৪
আহতরা হলেন মোর্শেদ মিয়া বয়স-৩৫ আল-আমিন মিয়া বয়স-২৩ কাউছার মিয়া বয়স-১৬ জয়নাল মিয়া বয়স -৩৩ তারা ঘটনাস্থলে আহত হলে সংবাদকর্মী রুদ্র তার নিজস্ব অর্থ ব্যায় করে গাড়ি দিয়ে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়ে দেয় ।
এই দিকে চৈতন্যা এলাকার বাসিন্দা কুলসুম আক্তার বলেন হঠাৎই ১১টা ৩০ মিনিটে চৈতন্যা বাসটেন্ড পাম্পের সামনে ২ কাবাট ব্যান মুখামুখি সংর্ষ হয় আমি ঘর থেকে আমার স্বামীকে নিয়ে তাতক্ষনিক কাবাট চালককে সাফল দিয়ে গুতিয়ে বের করি।
এই দিকে ঢাকা সিলেট মহাসড়কে হরতাল অবরুদের মাঝে ডিউটি অবস্থায় থাকা পুলিশ সদস্যরা তাতক্ষনিক আহত ব্যক্তিদেরকে নিয়ে সংবাদকর্মী রুদ্রর গাড়িতে উঠিয়ে দেয় পুলিশ কন্টেবল বিল্লাল।
এই দিকে ইটাখলা হাইওয়ে পুলিশে সাব ইন্সপেকটার আবুল খায়ের ঘঠনাটি শুনে তাতক্ষনিক তার টিম পাঠিয়ে দেয় ২টি গাড়ীকে লেকার লাগিয়ে হাই ওয়ে থানায় নিয়ে যায় ও আহত ব্যক্তিদেরকে দেখতে নরসিংদী সদর হাসপাতালে যাবেন বলে জানিয়েছেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















