নরসিংদীতে নাশকতার মামলায় শিবিরের ৪ নেতাকর্মী কারাগারে
নরসিংদীতে নাশকতামূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চার নেতা—কর্মীকে জেলে পাঠানো হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে সদর থানা পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
এর আগে বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম ভূইয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার আব্দুল ওয়াহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানার কালিয়াকুরির অলিউল্লাহর ছেলে মুশতাক আহমেদ(২৫), সদর উপজেলার আলোকবালীর হক সাহেব এর ছেলে মিনহাজ (১৭) ও একই এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে মৃদুল হাসান সানি (১৯)। এদের মধ্যে মিজানুর ব্যতিত বাকিরা নরসিংদী সরকারী কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।
ওসি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত—শিবিরের রাজনীতির সাথে জড়িত।পাশাপাশি নরসিংদী শহরে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ড পরিচালনা করে থাকে।গত ২৯ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার তদন্তে তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ।
পরে তাদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়, রোববার মামলার শুনানি হবে। রাষ্ট্রবিরোধী নাশকতা ও অস্থিতিশীলতাকারীদের বিরদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন