নরসিংদীতে পথচারিদের পাশে পানি ও স্যালাইন নিয়ে একদল যুবক
তীব্র তাপদাহে পথচারি ও খেটে খাওয়া মানুষদের স্বস্তি দিতে নরসিংদীতে বিনামূল্যে খাবার স্যালাইন এবং বিশুদ্ধ পানি বিতরণ করেছে “অদম্য ১৩ নরসিংদী” নামে একটি ফেসবুক কমিউনিটি।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নরসিংদী রেলওয়ে স্টেশন এবং বানিয়াছল এলাকায় অন্তত ৫ শতাধিক পথচারির মধ্যে এসব স্যালাইন এবং খাবার পানি বিতরণ করা হয়৷ আয়োজকরা জানায়, নরসিংদীর বিভিন্ন বিদ্যালয় থেকে ২০১৩ সালে এসএসসি পাঁস করা শিক্ষার্থীদের নিয়ে কমিউনিটি এই “অদম্য ১৩ নরসিংদী”। সেসব শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
তাপদাহে চলার পথে পানি এবং খাবার স্যালাইন পেয়ে কিছুটা স্বস্তি পেয়েছে পথচারিরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন