নরসিংদীতে পলাশে ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ’ শীর্ষক প্রদর্শনী
নরসিংদীর পলাশে ‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুন) উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এই প্রদর্শনী বাস্তবায়ন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন স্টল পরিদর্শন করেন নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ডা. আনোয়ারল আশরাফ খান দিলীপ।
উপজেলা নির্বাহী অফিসার রমানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রদর্শনীতে এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা শফিকুল আলম, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক ও ডাংগা ইউপি চেয়ারম্যান সাবের উল হাই প্রমুখ।
দিনব্যাপী প্রদর্শনীতে উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, ছাগল, হাঁস, মুরগী,ডিম ও বিভিন্ন শৌখিন পাখির মোট ১২টি স্টল এতে স্থান পায়। প্রদর্শনী শেষে প্রধান অতিথি খামারীদের হাতে পুরস্কার তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন