নরসিংদীতে বহিস্কৃত যুবদল নেতা চৌধুরী সুমন ষড়যন্ত্রের স্বীকার: দাবী সাবেক ছাত্রনেতাদের


নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টারের করা লিখিত অভিযোগ ও সংবাদ প্রকাশের পর দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে বহিস্কার হওয়া নরসিংদী শহর যুবদলের আহŸায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন ষড়যন্ত্রের স্বীকার বলে দাবী করেছেন নরসিংদীর সকল সাবেক ও বর্তমান ছাত্রদল নেতৃবৃন্দ।
রোববার (৯ মার্চ) দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন দাবী করেন জেলার প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে বর্তমান দায়িত্বরত ছাত্রদল নেতারা।
এসময় লিখিত বক্তব্যে জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা একেএম গোলাম কবির কামাল বলেন, নরসিংদী শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন একজন পরীক্ষিত সাবেক ছাত্রনেতা। ছাত্রদল, যুবদল, জেলা বিএনপির গুরত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে সে সু-পরিচিত।
তিনি বলেন, সম্প্রতি আওয়ামীলীগের দোসররা পরিকল্পিতভাবে সুমনকে হেয় প্রতিপন্ন করতে নরসিংদী রেলওয়ে স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক জেলা প্রশাসন ও পুলিশ বিভাগসহ বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করেন। মিথ্যা অভিযোগ করার ফলে কেন্দ্রীয়ভাবে তাকে যুবদলের শহরের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়।
মূলত স্টেশন মাস্টার এটিএম মুছা কর্তৃক রেলওয়ে মসজিদের টাকার গড়মিল, স্টেশনে মাদকের আড্ডা, ছিনতাইসহ অপরাধ কর্মকারে প্রতিবাদ করায় ত্যাগী নেতা সুমনকে বহিস্কার হতে হয়েছে। অতীতে সে আওয়ামী লীগের এমপি হিরর স্বজনসহ ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের সাথে আতাঁত করে রেলওয়ে স্টেশনে চাঁদা আদায়, টিকেট কালোবাজারিসহ অবৈধভাবে টাকা উপার্জনে জড়িত ছিল।
বর্তমানে সে নিজেকে জিয়ার সৈনিক পরিচয় দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করাসহ নিজে বাঁচার চেষ্টা করছে। দ্রত সময়ের মধ্যে স্টেশন মাস্টার এটিএম মুছাসহ আওয়ামী দোসরদেরকে স্টেশন থেকে প্রত্যাহার করার দাবি জানান তিনি। অন্যথায় জনতা আইন হাতে তুলে নিলে কেউ দায়ী থাকবে না বলে হুশিয়ারি দেন গোলাম কবির কামাল। এসময় যুবদল নেতা সুমনের দলীয় পদ ফিরে পেতে সংশ্লিষ্টদের প্রতি পূর্নবিবেচনার অনুরোধও জানান তিনি।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারী দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সুমনকে বহিস্কারের তথ্য জানানো হয়। চাঁদা না দেয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদেরকে শারীরিক লাঞ্চিত করণের অভিযোগ উঠে এই নেতার বিরদ্ধে।
যা নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেলস্টেশন মাস্টার এটিএম মুছা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বহিষ্কারের পদক্ষেপ নেয় যুবদল কেন্দ্রীয় কমিটি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন