নরসিংদীতে বিএনপির সমাবেশ বেগম জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবী

বিএনপি চেযারপারসন বেগম খালেদা জিযার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে নরসিংদীতে গণসমাবেশ অনুষ্ঠিত হযেেছ বুধবার বিকেলে নরসিংদী জেলা বিএনপি কার্যালযরে সামনে সমাবেশ অনুষ্ঠিত হয।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির স্থাযী কমিটির সদস্য আমির খসর মাহমুদ চৌধুরী। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাযরল কবির খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিযর যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, , এডভোকেট আব্দুস সালাম, স্বনির্ভর বিষযক সম্পাদক শিরিন সুলতানা স্বেচ্ছাসেবক বিষযক সম্পাদক সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইযা জুযলে বিএনপি নেতা ইঞ্জিনিযার ইশরাক।

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্চালনায অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী, এডভোকেট আব্দুল বাসেত বিএনপি নেতা সরদার সাখাওযাত হোসেন বকুল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হারনুর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারক উদ্দিন ভূঁইযা, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার প্রমুখ নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আমির খসর মাহমুদ বলেন, আমরা কোন সংলাপে বসবো না এ নির্বাচন কমিশন এর আওতায বিএনপির কোনো নির্বাচনেও যাবে না। বর্তমান নির্বাচন কমিশন একটি প্রহসনের কমিশন মাত্র এই কমিশনের ব্যাপারে বিন্দুমাত্র কেউ আগ্রহ প্রকাশ করে না কেউ। এ নির্বাচন কমিশন এর আওতায বিএনপি কোন ধরনের নির্বাচনে যাবে না।