নরসিংদীতে বিয়ের পরদিনই নদীতে মিলল যুবকের মরদেহ

নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর সায়দাবাদ নৌকাঘাট এলাকা থেকে ইউসুফ নবী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ইউসুফ নবী রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের সমীবাদ গ্রামের মোঃ নুর মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত সোমবার (১০ অক্টোবর) নরসিংদী সদরের মুরাদনগর এলাকার বাসিন্দা ললিত উদ্দিনের মেয়েকে বিয়ে করেন ইউসুফ। পরদিন মঙ্গলবার সন্ধায় মেঘনার বুকে ভাসতে থাকা তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার হাতে ছিল মেহেদী, পরণে ছিল কালো রঙের শার্ট ও জিন্সের প্যান্ট। আর খানিক দূরেই ভাসছিল তার জুতা জোড়া।
ছেলের বাবা নুর“ মিয়া জানান, মনে হচ্ছে আমার ছেলেকে খুন করে নদীতে এভাবে ফেলে নাটক সাজানো হয়েছে। আমার ছেলে সাঁতার জানে, এভাবে নদীতে ডুবে মারা যাওয়ার কথা নয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। পরিবারের অন্য সদস্যদের সাথে কথা বলে মামলা করার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুর রহমান জানান, ইউসুফের আঘাতের কোন চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















