নরসিংদীতে মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীতে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী গুরতর আহত হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাধবদীর ভগীরথপুর পাকিজা কটন এন্ড স্পিনিং মিলসের সামনের ঢাকা-সিলেট মহাসড়ক মোটরসাইকেল চালিয়ে দুই যুবক পাড়ি দেওয়ার সময় একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের এক আরোহী নিহত ও সাথে থাকা আরো একজন গুরতর আহত হয়। তাৎক্ষণিক নিহত ও আহতের পরিচয় পাওয়া যায়নি।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন