নরসিংদীতে মেয়ে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মাকে বিবস্ত্র করে নির্যাতন!
নরসিংদীর রায়পুরা উপজেলার চান্দেরকান্দি গ্রামে মেয়ে রিক্তা বেগম (২০), পিতা- বাবুল মিয়া এলাকার সন্ত্রাসীদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ২৪ মে সোমবার সকাল ১০ ঘটিকার সময় রিক্তা বেগমের বাড়ীতে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে নুর আলম (৩০) এবং জাহাঙ্গীর (৪০) জোর পূর্বক প্রবেশ করিয়া রিক্তা বেগমের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত।
জানা গেছে যে, সন্ত্রাসীগণ রিক্তা বেগমের শরীরের কাপড় বিবস্ত্র করে তার শ্লীলতাহানি ঘটায় এবং তাকে এলোপাথারী মারধর করে। অথচ রিক্তা বেগম ৩ মাসের অন্তঃসত্ত¡া ছিল। খোঁজ নিয়ে আরো জানা গেছে যে, সন্ত্রাসী নুর আলম ও জাহাঙ্গীর রিক্তা বেগমের গর্ভের সন্তান নষ্ট করার অসৎ উদ্দেশ্যে তার তলপেটে একাধিক লাথি/ফার মেরে গুরুতর জখম করে। মেয়ে রিক্তা বেগমের ডাক চিৎকারে মেয়েকে বাঁচানোর জন্য রিক্তা বেগমের মা আহেল (৪৫) আগাইয়া আসিলে সন্ত্রাসী নুর আলম তাকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এদিকে রিক্তা বেগমের স্বামী সোহেল মিয়া এই খবর পেয়ে দ্রæত ঘটনাস্থল থেকে প্রতিবেশীদের সহযোগীতায় তার জখমী স্ত্রী ও শ্বাশুড়ীকে তৎক্ষনাৎ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খোঁজ নিয়ে জানা যায় যে, হাসপাতালে জখমীদের নেওয়ার পথে সোহেল মিয়াকেও সন্ত্রাসীরা মারধর করে।
এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সংবাদ কর্মী রুদ্রকে জানান, ঘটনাটি সত্য এবং রোগীদের আঘাত খুবই গুরুতর। তাই আমরা অতি দ্রæত ভর্তি নিয়েছি। বর্তমানে রোগীরা অনেকটা আশঙ্কামুক্ত এবং ৩ নং ওয়ার্ডে ভর্তি আছে।
এ বিষয়ে জখমীর স্বামী সোহেল মিয়া সংবাদ কর্মী রুদ্র এর নিকট অভিযোগ করে বলেন, উল্লেখিত সন্ত্রাসী নুর আলম এব জাহাঙ্গীর আমার ৩ মাসের গর্ভবতী স্ত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু আমার স্ত্রী এতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা আমার স্ত্রীর প্রতি খুবই ক্ষিপ্ত হয়। আমি উপায়ন্তর ভালো না দেখে আমার স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেই। কিন্তু সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে আজ ২৪ মে রোজ সোমবার আমার স্ত্রীকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমার শ্বশুর বাড়ীতে হামলা চালায়। এতে আমার স্ত্রী ও শ্বাশুড়ী দু’জনই মারাত্মভাবে রক্তাক্ত আহত হয়। এ বিষয়ে আমি বাদী হয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করি।
খোঁজ নিয়ে যানা যায় যে, ঘটনাস্থলে গিয়ে রায়পুরা থানার পুলিশ কর্মকর্তারা তদন্ত করছে। পরবর্তীতে অতি দ্রæত তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে সঠিক আইনানুগ ব্যবস্থা নিবে।
এ বিষয়ে সংবাদ কর্মী রুদ্র রায়পুরা থানায় জানতে চাইলে, থানা থেকে জানানো হয় যে, এসআই মনোয়ারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সোহেল ও তার আত্মীয়দের দীর্ঘ বিশ্বাস অতি দ্রæত এর সঠিক ব্যবস্থা নেওয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন