নরসিংদীতে যারা জামানত হারাবে-তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে :খায়রল কবির খোকন

আগামী দিনের নির্বাচন ঘোষণা হয়েছে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। সেখানে কিছু দল- যারা কোন আসন পাবে না, জামানত হারাবে, তারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রল কবির খোকন।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে নরসিংদী শহরের পৌর ঈদগাহ মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তিতে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তবর্তী সরকার, নির্বাচন কমিশন, সেনাবাহিনীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুত। সেখানে দুই একটি দলের কোন চক্রান্ত-ষড়যন্ত্র নির্বাচন প করতে পারবে না। দেশের জনগণ স্পষ্ট দেখতে পারছে- নির্বাচনে বিএনপি দুই তৃতীয়াংশ সমর্থন নিয়ে দেশ পরিচালনার দায়িত্বে যাবে।

খায়রল কবির খোকন আরও বলেন- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- এ দেশের জনগণ হচ্ছে মাস্টারমাইন্ড। এদেশের জনগণ যা চায় তা-ই হবে। জনগণ সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। এদেশের জনগণ চাইলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধূরী, জেলা বিএনপির সহ সভাপতি হারন অর রশিদ, আকবর হোসেন, এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, বি.জি রশিদ নওশের, গোলাম কবির কামাল, রবিউল ইসলাম রবি, ফারক উদ্দিন ভুইয়া, আমিনুল হক বাচ্চু প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌর ঈদগাহ মাঠ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। এতে জেলা বিএনপি, উপজেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।