নরসিংদীতে লকডাউনে বিধিনিষেধ অমান্যে ৪৯ মামলায় জরিমানা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/07/12.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীতে চলমান লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা সদরসহ ৬ উপজেলায় ৭টি ভ্রাম্যমাণ আদালতে ৪৯টি মামলায় এই জরিমানা করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারফ খান জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী জেলার প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে লকডাউন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, জেলা পুলিশ ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করেন।
এসময় বিধিনিষেধ না মানায় ৭টি ভ্রাম্যমাণ আদালতে ৪৯টি মামলা করা হয়। এসব মামলায় বিভিন্ন পরিমাণে মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন