নরসিংদীতে শীতার্তদের পাশে রোভার স্কাউট
নরসিংদীতে প্রায় ১ শ কম্বল বিতরণ করেছে নরসিংদী সরকারি কলেজ রোভার স্কাউট৷ বুধবার বিকেলে কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম উদ্বোধন করেন কলেজটির অধ্যক্ষ এবং রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া৷
প্রথমে কলেজ ক্যাম্পাসে কর্মরত কর্মচারীদের মধ্যে কম্বল দেয়া হয়, পরে স্থানীয় দুস্থদেরকে দেয়া হয়৷ এসময়, অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সিরাজুল ইসলাম, রোভার স্কাউট গ্রুপ সম্পাদক আবুল খায়ের সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আমিরুল ইসলাম, রোভার স্কাউট লিডার এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হামিদা আনজুমান, ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল লতিফ প্রমুখ।
এছাড়া, রোভার স্কাউটের সাবেক সিনিয়র রোভারমেট সাইফুল ইসলাম, সিনিয়র রোভারমেট ইয়াছিন মিয়া, গার্ল-ইন সিনিয়র রোভার মেহেরন সরকার লিজাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন৷
রোভার স্কাউট লিডার এবং রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হামিদা আনজুমান বলেন, স্কাউট বরাবরই দেশ এবং সমাজের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায আমরা এবছর শীতার্তদের পাশে রযিেছ। সামনের সমযওে থাকবো।
কলেজটির অধ্যক্ষ এবং রোভার স্কাউট গ্রুপ সভাপতি প্রফেসর মোশতাক আহমেদ ভূইয়া বলেন, এমন কাজ নিঃসন্দেহে প্রশংসনী। আমি রোভার স্কাউটের সাফল্য কামনা করছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন