নরসিংদীতে শোক—শ্রদ্ধায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

গভীর শোক ও শ্রদ্ধায় নরসিংদীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী।
দিবসটি পালন উপলক্ষে ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের জয় বাংলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারফ খান, পরে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. নুরল ইসলামসহ পর্যায়ক্রমে সরকারি বেসরকারি দপ্তর, বীরমুক্তিযোদ্ধাসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচীতে পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















