নরসিংদীতে সংঘর্ষের ঘটনায় যুবকের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/12/8-9.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর রায়পুরার পাড়াতলী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মৃত ফজলু মেম্বার ও বর্তমান শাহ আলম মেম্বারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ঘটনার ৫১দিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন রায়পুরা থানার সেকেন্ড অফিসার নাছির।
তিনি জানান, নিহতের নাম আবু বক্কর (১৪)। সে পাড়াতলী ইউনিয়নপর কাচারিকান্দি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও শাহ আলম মেম্বার ওরফে বড় শাহ আলম গ্রুপের সমর্থক।
নিহতের স্বজনরা জানান, গত ২৮ অক্টোবর ভোর ৫টার দিকে শাহ আলম মেম্বারের লোকজন ও ফজলু মেম্বারের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনার দিন দু’জনসহ মোট ৩ জন নিহত হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন