নরসিংদীতে হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/12/received_1367501234054951-900x450.jpeg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
(১২ ডিসেম্বর) নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১০টায় সার্কিট হাউজ থেকে একটি বিজয় র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এতে বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, সিভিল সার্জন, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেয়। পরে বলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মার“ফ খান। নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সিভিল সার্জন ডা. মো. নূর“ল ইসলাম, নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু ও সেক্টর কমান্ডারস ফোরাম’ ৭১ নরসিংদী জেলা শাখার সভাপতি বীর মুক্তিযাদ্ধা আব্দুল মোতালিব পাঠান।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মুক্তিযাদ্ধাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন