নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৩৬ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৫৯২ জনে।
সিভিল সার্জন মো: নুরল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ১৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আইপিএইচ এর পরীক্ষায় ২৮ জন ও অ্যান্টিজেন এর পরীক্ষায় ৮ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৮ জন, রায়পুরাতে ৪ জন, বেলাব উপজেলায় ১ জন, শিবপুরে ৩ জন ও পলাশ উপজেলায় ১০ জন। নমুনা সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৮ ভাগ।
এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায ২ হাজার ৮১৭ জন, শিবপুরে ৩৯৩জন, পলাশে ৬৮৮ জন, মনোহরদীতে ২৫৬ জন, বেলাবোতে ২০৮ জন, রায়পুরাতে ২৩০ জন।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ২০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ১৮ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ১৫২ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬২ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩২, পলাশের ০৫, বেলাব ০৬, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন