নরসিংদীতে ২৪ ঘন্টায় শনাক্ত ৬ জন, ফলাফল পেন্ডিং ৮৮

নরসিংদী জেলায় গত ২৪ ঘন্টায় ৪৭টি এন্টিজেন পরীক্ষায় আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের ফলাফল পাওয়া গেলেও আরটিপিসিআর ল্যাবের আরও ৮৮ জনের নমুনার ফলাফল পেন্ডিং রয়েছে। এন্টিজেন পরীক্ষায় শনাক্ত ৬ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলার ২ জন, বেলাব উপজেলার ২ জন ও রায়পুরা উপজেলার ২ জন।

এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৪ হাজার ৬৭৮ জন, মৃত্যু ৬৩ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৭জনসহ, মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন। আজ মঙ্গলবার (০৬ জুলাই ) নরসিংদী সকালে সিভিল সার্জন ডা. মোঃ নূরল ইসলাম এ তথ্য জানান।

নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ৮৫৩ জন, শিবপুর উপজেলায় ৪০০ জন, পলাশ উপজেলায় ৭১২ জন, মনোহরদী উপজেলায় ২৫৮ জন, বেলাব উপজেলায় ২১৩ জন ও রায়পুরা উপজেলায় ২৪২ জন।

এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৩ জন, পলাশ উপজেলায় ৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৪ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।