নরসিংদীতে ২৪ ঘন্টায় শনাক্ত ৬ জন, ফলাফল পেন্ডিং ৮৮
নরসিংদী জেলায় গত ২৪ ঘন্টায় ৪৭টি এন্টিজেন পরীক্ষায় আরও ৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের ফলাফল পাওয়া গেলেও আরটিপিসিআর ল্যাবের আরও ৮৮ জনের নমুনার ফলাফল পেন্ডিং রয়েছে। এন্টিজেন পরীক্ষায় শনাক্ত ৬ জনের মধ্যে নরসিংদী সদর উপজেলার ২ জন, বেলাব উপজেলার ২ জন ও রায়পুরা উপজেলার ২ জন।
এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা শনাক্ত ৪ হাজার ৬৭৮ জন, মৃত্যু ৬৩ জন ও গত ২৪ ঘন্টায় আইসোলেশনমুক্ত ৭জনসহ, মোট আইসোলেশনমুক্ত হয়েছেন ৪ হাজার ৩৬৯ জন। আজ মঙ্গলবার (০৬ জুলাই ) নরসিংদী সকালে সিভিল সার্জন ডা. মোঃ নূরল ইসলাম এ তথ্য জানান।
নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ২ হাজার ৮৫৩ জন, শিবপুর উপজেলায় ৪০০ জন, পলাশ উপজেলায় ৭১২ জন, মনোহরদী উপজেলায় ২৫৮ জন, বেলাব উপজেলায় ২১৩ জন ও রায়পুরা উপজেলায় ২৪২ জন।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে নরসিংদী সদর উপজেলায় ৩৩ জন, পলাশ উপজেলায় ৫ জন, বেলাব উপজেলায় ৬ জন, রায়পুরা উপজেলায় ৮ জন, মনোহরদী উপজেলায় ৪ জন ও শিবপুর উপজেলায় ৭ জন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন