নরসিংদীতে ২৪ ঘন্টায় ৪৩ জনের করোনা শনাক্ত
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন মো. নূরল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাড়াল ১৩ হাজার ৮২ জনে।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ৩০৩টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১০৭ অ্যান্টিজেন পরীক্ষায় ৭ জনের ও আরটিপিসিআর ল্যাবে ১৯৬ নমুনা পরীক্ষায় ৩৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ১৯ শতাংশ। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে ২৭ জন সদর উপজেলার, ১ জন রায়পুরায়, ৩ জন বেলাবতে, ৩ জন মনোহরদী, ৬ জন শিবপুরে ও ৩ জন পলাশে ।
নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে মোট করোনা রোগীর সংখ্যা ৪০২ জন। এরমধ্যে ৫ জন হাসপাতালে ও বাকী সবাই হোম আইসোলেশনে। এছাড়া হাসপাতালে ভর্তি সন্দেহজনক করোনা রোগীর সংখ্যা ১৩ জন।
জেলায় এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৭ হাজার ১৬৩ জন, রায়পুরাতে ৬৫২ জন, বেলাবোতে ৮৬৮ জন, মনোহরদী ৯৩৫ জন, শিবপুরে ১ হাজার ৬৬৮ জন, পলাশে ১ হাজার ৭৯৬ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৯৩ জন। এর মধ্যে সদরে ৪২ জন, রায়পুরায় ৯ জন, বেলাবতে ৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুরে ৯ জন, পলাশে ১৩ জন রয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন