নরসিংদীতে ৫টি আসনের ভোট কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নরসিংদীর ৫টি আসনে মোট ৬৪৪টি ভোট কেন্দে্র যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী সরঞ্জাম।

শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ৬টি উপজেলার সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় হতে এসব সরঞ্জাম বুঝে নিচ্ছেন ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভোর ৪টা হতে ব্যালট পেপার কেন্দে্র কেন্দে্র পৌছানো শুর হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. বদিউল আলম।

৫টি আসনে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ৯৯ টি কেন্দে্র নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ৫টি নির্বাচনী এলাকার ৫টি পৌরসভা ও ৭১ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৩২ হাজার ৩ শত ১৯ জন। এরমধ্যে পুরষ ভোটার সংখ্যা ৯ লাখ ৩২ হাজার ১ শত ৪৫ জন, নারী ভোটার ৯ লাখ ১৪৭ জন ও হিজড়া ভোটার ১৪ জন।