নরসিংদীর পলাশে পুলিশের অভিযানে গ্রেফতার অভিযুক্ত সেই গ্রাম পুলিশ
নরসিংদীর পলাশের ধর্ষনের শিকার এক অসহায় নারীর দিকে নিঃস্বার্থ ভালোবাসার হাত বাড়িয়েছেন সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্র। সংবাদকর্মী রুদ্র গত ১৪ ই জুলাই রোজ বুধবার এই ধর্ষনের শিকার তরুণীকে নিয়ে বেশ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশ করলে এরই পরিপ্রেক্ষিতে আজ ১৫ ই জুলাই রোজ বৃহস্পতিবার পলাশ থানার অফিসার ইনচার্জ এই অসহায় নারীকে ডেকে নেয় যায় এবং তার মুখ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খোজ নিয়ে জানা যায় যে, নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পলাশেরচর গ্রামের গ্রাম পুলিশ শরীফ, পিতা- কামাল, গ্রাম- পলাশেরচর এর বিরুদ্ধে এক প্রতিবন্ধী নারীকে জোর পূর্বক ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। আর এরই কারণে আজকে রোজ বৃহস্পতিবার অভিযুক্ত গ্রাম পুলিশকে থানায় ডেকে নিয়া আসা হয়।
এদিকে ওই তরুণীর মা সংবাদকর্মী রুদ্রকে বলেন, পুলিশের কারণে আজ আমরা সঠিক বিচার পাচ্ছি। আমাদের মতো অসহায় নারীর পাশে পুলিশ সদস্যদের এমন ভাবে সাহায্য করাটা সত্যিই প্রশংসনীয়।
অপরদিকে অসহায় নারীর চাচী সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্রকে বলেন, উক্ত অভিযুক্ত গ্রাম পুলিশ শরীফ খারাপ চরিত্রের একজন লোক। সে বিগত সময়ে এসব ঘটনা ঘটিয়ে বিভিন্ন জায়গায় অনেক ধরাও খেয়েছে। আপনার নিউজের কারণে আজকে আমরা সঠিক বিচার পাওয়ার পথে। তাই সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্রকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
খোঁজ নিয়ে জানা যায় যে, চরিত্রহীন শরীফ বিয়ের প্রলোভন এবং হুমকি প্রদর্শন করে মাঝেরচর গ্রামের ওই নারীকে ধর্ষন করেছেন বলে অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ওই ধর্ষিতা নারী দিন দিন ক্রমশ অসুস্থ হচ্ছে। পরবর্তীতে আশে পাশের মানুষ অভিযুক্ত শরীফের আসল চেহারা ধরে ফেলে।
ভুক্তভোগীর পরিবারের সকল সদস্যসহ ভুক্তভোগী নিজে নরসিংদী জেলার পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নায় আবেগবøুত হয়ে পড়েন। তারা এই নিষ্ঠাবান কাজকে সম্মান জানিয়েছেন। তাছাড়া এলাকাবাসী পলাশ থানার পুলিশদের প্রতি অনেক বিশ্বাস এনেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন