নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ৫
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/08/3-6.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইলার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সায়দাবাদ গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে আমির হোসেন (৬৫), শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল বেপারীর ছেলে বাদল মিয়া (৪৫), বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)।
এদিকে স্থানীয়রা জানায়, গ্রামের আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের সায়দাবাদ আইলার বাড়ি ও বালুচর সাহেব বাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিস। পরে গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছে। পরে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফের দু’পক্ষের সংঘর্ষ হলে গুলিবিদ্ধ হয়ে ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন স্কুলছাত্রও রয়েছে।
এ ঘটনায় দুপুর ১টা পর্যন্ত ৩ জন নিহতের মরদেহ হাসপাতালে পরে থাকতে দেখা গেছে। বাদল মিয়াকে সদরে নেওয়া পথে এবং আনিসকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরএমও রঞ্জন কুমার বর্মণ বলেন, ১৯ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছে। একজনকে গুরতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে নিহতের স্বজনরা। এখন পর্যন্ত তিনজন নিহতের বিষয়টি জানতে পেরেছি। বাকিগুলো এখনো নিশ্চিত হওযার চেষ্টা করছি।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন