নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদে অজ্ঞাত বৃদ্ধের লাশ

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পিছনে নদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি আড়িয়াল খাঁ নদের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে নদ থেকে লাশটি উদ্ধার করে। এসময় তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এই লাশের পরিচয় শনাক্ত করতে বেলা সাড়ে ১১টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা শুর করেন।
রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে বলা যাচ্ছে না কি কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত আছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















