নরসিংদীর শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদন্ড

নরসিংদীতে শব্দদূষণকারী দুই যানবাহনকে অর্থদ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের ইটখোলা নামক স্থানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পপরিচালক মোঃ বদরল হুদা জানান, নরসিংদী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব এঁর নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়কে জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে শব্দদূষণকারী যানবাহনের বিরদ্ধে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এসময় শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় ২টি যানবাহনের বিরদ্ধে অর্থদ ও ৩টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ১৫(২) ধারা মোতাবেক প্রণীত শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬ বিধি লঙ্ঘনের দায়ে ২টি মামলায় মোট ৫ হাজার ৫ শত টাকা অর্থদ আরোপ ও আদায় করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন অত্র কার্যালয়ের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল­া।