নরসিংদীর শিবপুরে এক পরিবারের ৬ জনকে অজ্ঞান করে চুরি

নরসিংদীর শিবপুর পৌরসভার ৫নং ওয়ার্ড নগর এলাকায় একই পরিবারের ৬ সদস্যকে খাবারের সঙ্গে চেতনা নাশক স্পে্র করে নগদ টাকা, ৮টি মোবাইল ও স্বর্ণের আংটিসহ প্রায় দেড লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১০ জুন) দিবাগত রাতে ওই এলাকার আব্দুল রশিদ ঠিকাদরের তিন তলা বাডরি দ্বিতীয তলায এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কৌশলে খাবারের মধ্যে চেতনা নাশক ওষুধ স্পে্র করে। পরে ওই খাবার খেয়ে পরিবারের রিনা বেগম (৬০), সুলেখা (৩৫), মাবিয়া (২৮), সাফুরা (২০) ফাহিমা (১৫) ও সেফা (১৪) অজ্ঞান হয়ে পড়েন।
এরপর গভীর রাতে বারান্দার গ্রীল কেটে বাসায় ঢুকে নগদ টাকা, ৮টি মোবাইল ও ১টি স্বর্ণের আংটিসহ প্রায় দেড লক্ষ টাকার মালামাল চুরি হয়। গ্রামের বাড়ী থেকে খবর পেয়ে সকাল ১১টার দিকে পরিবারের অন্য স্বজন ও প্রতিবেশিরা অজ্ঞান অবস্থায় ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপর একজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, এ ব্যাপারে কেউ জানাযনি। ঘটনাটি খোঁজ নিযে দেখবো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন


















