নরসিংদীর শিবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নরসিংদীর শিবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বায়েজীদ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৮ টায় উপজেলার চৈতন্য দেবালটেক গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বায়োজীদ দেবালটেক গ্রামের শাজাহান খানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিলো।
নিহতের বোন জামাই জাহাঙ্গীর জানায়, সন্ধ্যায় বায়েজীদ বাড়ির পাশের একটি মুরগীর ফার্মে বৈদ্যুতিক বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশেপাশের লোকজন তাকে দেখতে পেয়ে তার পরিবারের লোকজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বলেন, বায়েজীদকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। বিদ্যুৎস্পৃষ্টে কারণেই তার মৃত্যু হয়েছে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া জানায়, এব্যাপারে আমরা এখনো কোন খবর পাই নি। আমরা খোঁজ নিচ্ছি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন