নরসিংদীর শিবপুরে মাদক-সন্ত্রাস চলতে দেয়া হবে না: এমপি সিরাজুল ইসলাম মোল্লা
মাদক ও সন্ত্রাসের বিরদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করার ঘোষণা দিয়েছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা। শনিবার বিকালে শিবপুর কলেজ গেইট গোলচত্বরে মাছিমপুর ইউনিয়নবাসী কর্তৃক দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এর আগে শিবপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
নরসিংদী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মোল্লা সংবর্ধনা অনুষ্ঠানে আরও বলেন, শিবপুরবাসী শান্তিতে থাকার জন্যই আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। কোন অবস্থাতেই শিবপুরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে পারবেন না, ছেলে মেয়েদের হাতে মাদক তুলে দিতে পারবেন না। আমি চাই না কোন ছেলে মেয়ে মাদকে আসক্ত হয়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাক। এসব বিষয়ে জিরো টলারেন্স থাকবে।
মাদক-সন্ত্রাসীদের ভাল হয়ে যাওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, শিবপুরের কোথাও যদি মাদক-সন্ত্রাসে কেউ জড়িত থাকেন, তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আগামী দিনে শিবপুরের বাকী উন্নয়ন কাজ সমাপ্ত করা হবে বলেও জানান তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপদেষ্টা সদস্য আবদুল হাই মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব আলম মোল্লা তাজুল, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন মাষ্টার প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন