নরসিংদী বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এ ঘটনায় নরসিংদীর পাচঁদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়।

জানা যায়, নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুর হয়।

এর জেরে গত ১৭ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন।