নরসিংদী বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এ ঘটনায় নরসিংদীর পাচঁদোনায় বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়।
জানা যায়, নরসিংদীর পাঁচদোনায় আধিপত্য বিস্তার, এলাকার নিয়ন্ত্রণ ও সিএনজি স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে পাঁচদোনা ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি লাল মিয়া ও স্থানীয় বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব শুর হয়।
এর জেরে গত ১৭ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ১ জন গুলিবিদ্ধসহ ৩ জন আহত হন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন