নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি পেল আরও ৩ আন্তঃনগর ট্রেন

অবশেষে নরসিংদীতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আদেশ হয়েছে। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব বরাবর আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল।
আবেদনে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩), পারাবত, তূর্ণা এক্সপ্রেস ও উপবন (৭৪০) এর যাত্রাবিরতির আবেদন জানানো হয়।
এ আবেদনের প্রেক্ষিতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মতামত দেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট /এফ (পূর্ব) কামাল আখতার হোসেন।
নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জেলাবাসীর পক্ষ হতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩ ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন