নরসিংদী রেলস্টেশনে যাত্রাবিরতি পেল আরও ৩ আন্তঃনগর ট্রেন

অবশেষে নরসিংদীতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির আদেশ হয়েছে। আবেদনকারী নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদন সূত্রে জানা গেছে, জেলাবাসীর পক্ষে ট্রেনযাত্রীদের ভোগান্তি লাঘবে বিভিন্ন ট্রেনের যাত্রাবিরতি ও পর্যাপ্ত আসন বরাদ্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে গত ১৩ ফেব্রুয়ারি রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও একই মাসে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টার মূখ্য সচিব বরাবর আবেদন করেন নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল।

আবেদনে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩), পারাবত, তূর্ণা এক্সপ্রেস ও উপবন (৭৪০) এর যাত্রাবিরতির আবেদন জানানো হয়।

এ আবেদনের প্রেক্ষিতে মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধুলী (৭০৩) ও উপবন (৭৪০) আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির পক্ষে মতামত দেন রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট /এফ (পূর্ব) কামাল আখতার হোসেন।

নরসিংদী রেলযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল জেলাবাসীর পক্ষ হতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আজ মঙ্গলবার রেলওয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন নরসিংদী স্টেশনে ৩ ট্রেনের যাত্রাবিরতির আদেশপত্রে স্বাক্ষর করেছেন।