নরসিংদী সদর হাসপাতালে একদিনে ৩ ছিনতাইয়ের ঘটনা
নরসিংদী সদর হাসপাতালে আজ ৩১ শে আগষ্ট রোজ মঙ্গলবার ১৫ বৎসরের মোকারিমার গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
খোঁজ নিয়ে জানা যায় যে, মোকারিমা ঠান্ডা জনিত রোগের কারণে ডাক্তার দেখাতে এসেছে নরসিংদী সদর হাসপাতালে। কিন্তু হাসপাতালে পৌছতে না পৌঁছতেই ৩ নারী দালাল আগে টিকেট পাইয়ে দেওয়ার কথা বলে মোকারিমার সাথে সু সম্পর্ক তৈরি করে। পরে মোকারিমার সরলতার সুযোগ নিয়ে তার গলা থেকে সুকৌশলে সোনার চেইন নিয়ে উধাও হয়ে যায় এই ৩ দালাল।
অপরদিকে একই সময়ে ৫০ নং রুমের সামনে থেকে একটি মোবাইল ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন শাহীনুর আক্তার।
এই হাসপাতালে টিকেট নেওয়ার কাউন্টার এর সামনে থেকে তানজিনা নামে এক বাচ্চার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তার বাবা ফয়সাল।
এই সদর হাসপাতালে যতই ছিনতাইয়ের ঘটনা ঘটুক না কেন কর্তৃপক্ষের নেই কোন সচেতন দৃষ্টি।
হাসপাতাল কর্তৃপক্ষের প্রধান কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায় নি।
কিন্তু এই হাসপাতালে দালালের কারণে দিন দিন মানুষ চরম ভোগান্তিতে পড়ছে। তাই ভুক্তভোগীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
সাধারণ ভুক্তভোগীরা হাসপাতালের নিরাপত্তায় দ্রæত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন