নর্থ সাউথ ইউনিভার্সিটি’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি, পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এমএ হাসেমের মৃত্যু, শোক

নর্থ সাউথ ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও প্রাক্তন চেয়ারম্যান, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য এম এ হাসেম বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর, ২০২০ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

স্বাধীনতার পর তিনি নিত্য প্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি সিমেন্ট, ইস্পাত আমদানি শুরু করেন। এরপর দেশেই বিভিন্ন কারখানা গড়ে তোলেন। এভাবেই গড়ে ওঠে পারটেক্স গ্রুপ। গ্রুপটির জনপ্রিয় পণ্যগুলোর মধ্যে ড্যানিশ কনডেন্সড মিল্ক, মাম পানি ও কোমল পানীয় ব্র্যান্ড আরসি অন্যতম।
এম এ হাসেম বিভিন্ন ব্যবসার পাশাপাশি বেসরকারি খাতের সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রতিষ্ঠাতাদেরও একজন। ব্যাংক দুটির চেয়ারম্যান পদেও দায়িত্ব পালন করেন। এ ছাড়া জনতা ইনস্যুরেন্স কোম্পানির প্রতিষ্ঠাতাদেরও একজন তিনি। নোয়াখালী-২ থেকে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যও ছিলেন এম এ হাসেম।

এম এ হাসেম প্রতিষ্ঠালগ্ন থেকেই এনএসইউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তিনি বেশ কয়েকবার এনএসইউ এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজ এবং এনএসইউ এর সদস্যরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু এনএসইউ পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।

আমরা এনএসইউ এর উন্নয়নে তাঁর অগাধ অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি।

এই দুঃখজনক মৃত্যুর সাথে এনএসইউ তার সত্যিকারের একজন বন্ধুকে হারিয়েছে। নিঃসন্দেহে, তাঁর মৃত্যু এনএসইউ এবং সামগ্রিকভাবে জাতির জন্য একটি বড় ক্ষতি।

আমরা সর্বশক্তিমান আল্লাহ তায়ালার নিকট মরহুমের আত্মার শান্তির জন্য এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই ক্ষতি সহ্য করার জন্য সাহস ও সমবেদনা জানানোর জন্য দোয়া করি।