নর্থ সাউথ ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ পদে যোগ দিলেন অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান
অধ্যাপক ড. এ বি এম রাশেদুল হাসান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) কোষাধ্যক্ষ পদে যোগদান করেছেন।
গত ১৬ জুন ২০২১ ওই পদে যোগদান করেন তিনি।
ড. হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর এবং মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি কলেজ থেকে ডিবিএ ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুর দিকে ড. হাসান ব্যাংকিং, সরকারী ও কূটনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।এর পরে, তিনি শিক্ষকতা এবং একাডেমিক প্রশাসনে কাজ করেন। তিনি অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কোষাধ্যক্ষ, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের প্রফেসর ও কোষাধ্যক্ষ, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও কোষাধ্যক্ষসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। এনএসইউতে যোগদানের আগে তিনি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) এবং অধ্যাপক হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন