নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ—এ “‘আমার চোখে বঙ্গবন্ধু’

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ—এ “‘আমার চোখে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা, হামদ—নাত ও কবিতা আবৃত্তির” আয়োজন

আজ স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে “আমার চোখে বঙ্গবন্ধু” শীর্ষক আলোচনা সভা, হামদ—নাত ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট—এর চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ—এর প্রফেসর, ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন প্রফেসর ড.আনোয়ারুল করীম, নির্বাহী পরিচালক, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্র, এনইউবি এবং প্রফেসর ড. নজরুল ইসলাম, উপ—উপাচার্য, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ।

প্রধান অতিথির বক্তব্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ তার বক্তব্যে বলেন’ “বাঙ্গালী জাতির আশির্বাদ, মৃত্যুঞ্জয়ী নেতা, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত—নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু ছিলেন তিনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে তারই সুযোগ্য কন্যার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে এবং বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখীসমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, গতিশীল নেতৃত্ব, মানবিক মূল্যবোধ দিয়ে শুধু দেশেই নন, বহির্বিশ্বেও অন্যতম সেরা রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের সদস্য জনাব সাদ—আল—জাবির আব্দুল্লাহ, নর্দান ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. একরামুল ইসলাম, রেজিস্ট্রার কমডোর এম. মুনিরুল ইসলাম (অব:) সহ বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা—কর্মচারী এবং ছাত্র—ছাত্রীবৃন্দ।