নাঙ্গলকোট উপজেলা নির্বাচন ৫ জুন
আগামী ৫ জুন নাঙ্গলকোট উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি বলেছে, ওইদিন চতুর্থ ধাপের নির্বাচনের সাথে নাঙ্গলকোট উপজেলার স্থগিত থাকা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘আগামী ৫ জুন চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের দিনেই নাঙ্গলকোট উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। একইসঙ্গে এদিন জামাপলপুর সরিষাবাড়ী উপজেলাসহ আরো একটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।’
এদিকে, গত ১৪ মে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনে ভোট গ্রহণে বাধা নেই বলে জানান আদালত। এর আগে, কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালেহা বেগম হাই কোর্ট থেকে নিজের করা রিট আবেদন প্রত্যাহার করে নেন। পরে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ তার প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
এর আগে, গত ৮ মে নাঙ্গলকোট উপজেলায় ভোট গ্রহণের কথা ছিল। তবে গত ৬ মে ওই উপজেলার ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন