নাটোরের সিংড়ায় বাস-ট্রাকে চাঁদাবাজি: ১২ জনকে গ্রেফতার
নাটোরের সিংড়ায় অভিযান পরিচালনা করে ট্রাক-বাস ও বিভিন্ন পরিবহণে চাঁদাবাজির সময় চক্রের মূলহোতাসহ ১২ জনকে চাঁদা আদায়ের রশিদ ও নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার সরকার। এর আগে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল, আনোয়ারুল, আকরামুল, এরশাদুল, বাবুল, মনসুর, মোজাহার, বারেক, হাসান, জিয়াদুল, ফাইজুল ও আরিফুল।
কোম্পানী কমান্ডার সঞ্জয় কুমার বলেন, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে সিংড়া থেকে চাঁদা আদায়ের নগদ অর্থ ও রশিদ বইসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন