নাটোরের সিংড়া উপজেলায় গাছে বেঁধে ময়দা-ডিম-রঙ মাখিয়ে বন্ধুর জন্মদিন উদযাপন
নাটোরের সিংড়া উপজেলায় স্মরণীয় করে রাখতে ব্যতিক্রমী কায়দায় এক বন্ধুর ১৭ তম জন্মদিন উদযাপন করলো অপর ছয় বন্ধু। ১০ শ্রেণির ওই ছাত্রকে একটি গাছের সঙ্গে বেঁধে তার গায়ে ময়দা, ডিম ও রঙ মাখানো হয়।
রোববার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি সচেতন নাগরিক ও অভিভাবক মহল।
ফারহানা ফ্লোরা নামে একজন অভিভাবক জানান, এটা মজা না, সামাজিক অবক্ষয়। এদেরকে এখনই থামাতে হবে।
মেহেদি হাসান ও মাজেদুর রহমান নামের দুজন ব্যক্তি বলেন, এহেন কর্মকাণ্ড প্রমাণ করে সুস্থ মস্তিষ্কের বড়ই অভাব। এসব নোংরামি বন্ধ করা উচিত।
সাংবাদিক ও মানবাধিকারকর্মী এনামুল হক বাদশা বলেন, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক। এটা চরম সামাজিক ও নৈতিক অবক্ষয়। এমন কর্মকাণ্ড থেকে নতুন প্রজন্মকে বিরত থাকতে হবে। তবেই সম্ভব সুন্দর, শিক্ষিত সমাজ গড়ে তোলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন