নাটোরে পায়ুপথে ১০ লক্ষ টাকার হেরোইন পাচারের সময় একজন আটক!
নাটোরে পায়ুপথে ১০ লক্ষ টাকার হেরোইন লুকিয়ে নিয়ে পাচারের সময় ইব্রাহীম নামে এক জনকে আটক করেছে র্যাব ৫ এর একটি দল।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুরে নাটোর র্যাব ক্যাম্প সিপিসি-২ এ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক ইব্রাহীম রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাজিহাটা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
নাটোর ক্যাম্পের কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে র্যাব বাগাতিপাড়া উপজেলার সামনে এক অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় ইব্রাহীম নামে এক যুবককে আটক করে।
পরে জিজ্ঞাসাবাদ করে তার পায়ুপথ থেকে ১০ লক্ষ টাকা মূল্যমানের ৯৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, কালো রংয়ের টেপ দ্বারা বিশেষ কৌশলে হেরোইন পায়ুপথে প্রবেশ করে বিক্রয়ের উদ্দেশ্যে ওই হেরোইন পরিবহণ করা হচ্ছিল। এছাড়া এমন কাজ সে পূর্বেও বহুবার করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন