নানান কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনার খালিয়াজুরীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকি পালিত

নানান কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোণার খালিয়াজুরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে বুধবার (১লা জানুয়ারী) দুুপুর ১২টায় দলীয় অস্থায়ী কার্যালয়ে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহজারুল হক পলিন ও সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়ের নের্তৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খালিয়াজুরী কলেজ মাঠে এসে শেষ হয়।

এসময় উপজেলা ছাত্রদলের প্রতিটি ইউনিয়ন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও তাতিঁদল এর নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালনের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপ্তি ঘটে।