নানার কুলখানিতে গিয়ে ট্রেনে কাটা পড়ে ২ ভাইয়ের মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় নানার কুলখানি অনুষ্ঠানে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই ভাই নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে আলমডাঙ্গা স্টেশনের সামনে লাল ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আলাউদ্দিন আলীর ছেলে মো. সুজন (২২) ও নুর নবীর ছেলে আরাফাত হোসেন (৯)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বিষয়টি নিশ্চিত করেছেন জানিয়েছেন।

আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিন্টু রহমান জানান , বিকেলে সুজন ও আরাফাত আলমডাঙ্গা স্টেশনের অদূরে লাল ব্রিজের উপর হাঁটাহাঁটি করছিল। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটি লাল ব্রিজ অতিক্রম করার সময় দুই ভাইকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুজন ও আরাফাত মারা যায়। খবর পেয়ে আলমডাঙ্গা জিআরপি পুলিশ ঘটনাস্থল গিয়ে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, গত চারদিন আগে নিহত সুজনের নানা নুর ইসলাম মারা যান। শুক্রবার ছিল তার নানার কুলখানি অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে বিকেলে সুজন ও আরাফাত লাল ব্রিজের কাছে যায়। এরপরই এ দুর্ঘটনা ঘটে।