নাবালিকা মেয়েকে বধূ সাজিয়ে ফেসবুকে নিলামে তুললেন বাবা
নিজের ১৭ বছর বয়সী মেয়েকে বধূ রূপে সাজিয়ে ফেসবুকে নিলামে তুললেন এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে দক্ষিণ সুদানে।
জানা গেছে, ওই নিলামে পাঁচ ব্যক্তি অংশও নিয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলেন ওই অঞ্চলের ডেপুটি জেনারেল।
রয়েটার্স জানিয়েছে, গত ৩ নভেম্বর সুদানের এক নামকরা ব্যবসায়ী ওই নিলামে জিতে নাবালিকাকে কিনে নেন।
ওই ব্যবসায়ী নাবালিকার বাবাকে ৫০০টি গরু, ১০ হাজার ডলার, দুটি বিলাসবহুল গাড়ি, দুটি মটরবাইক, কয়েকটি দামি মোবাইল ফোনের বিনিময়ে এ নিলাম জিতে নেন।
তার আরও আট স্ত্রী রয়েছে বলে জানা গেছে।
আফ্রিকায় নারী অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘আফ্রিকান ফেমিনিজম’ জানিয়েছে , গত অক্টোবর মাসের শেষের দিকে দক্ষিণ সুদানের একটি মেয়েকে ফেসবুকে রীতিমতো সাজিয়ে গুছিয়ে এনে নিলামে চড়ানো হয়। ওই নিলামে সুদানের এক সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
ফেসবুক পোস্টটিতে কয়েকটি রিপোর্ট পড়ার পর পর দেশটির মানবাধিকার কমিশনের কর্মকর্তাদের নজরে আসে। সেসময় ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়ে পোস্টটি মুছে দেয়া হয়।
সুদানসহ আফ্রিকার বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এ ঘটনাকে ‘আধুনিক যুগের দাস-প্রথা’ বলে অভিহিত করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন