নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ ওলামা লীগ নেতা আটক
নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ রুপগঞ্জ থানা ওলামা লীগের সভাপতি ও ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন নাঈমকে (৪০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে সোনারগাঁ উপজেলার মেঘনা টোলপ্লাজার সামনে থেকে তাকে আটক করা হয়।
সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী অভিযানে মেঘনা টোলপ্লাজার সামনে অভিযান চালিয়ে মোশারফ হোসেন নাঈমকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন