নারায়ণগঞ্জে ব্রিজের নিচে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরে একটি ব্রিজের নিচ থেকে তিন যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল উপশহরের আলমপুর এলাকার হাজিবাড়ি ব্রিজের নিচ থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়। এখনো তাদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, সকালে বেশ কয়েকজন ব্রিজের নিচে মরদেহ তিনটি পড়ে থাকতে দেখে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে।
এখনো তাদের নামপরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের কেউই তাদের চিনতে পারছেন না। তবে তিনজনেরই বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে।
তিনটি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, নিহতদের নামপরিচয় এখনো জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন