‘নারীদের শারীরিক নির্যাতনের কথা বলার কোনও জায়গা নেই’
বরাবরই সোজাসাপ্টা কথা বলতে ভালোবাসেন কালকি কোচলিন। কোনও কথা তার বাধে না।
দিন দুই আগে স্যানেটারি ন্যাপকিন নিয়ে বলেছিলেন তিনি। এবার বললেন শারীরিক নির্যাতন নিয়ে।
কালকি জানিয়েছেন, আমার মনে হয় না আমরা আমাদের দেশের নারীদের শারীরিক নির্যাতনের কথা বলার মতো জায়গা দিতে পারি। যখন তারা সফল ও বিখ্যাত হয়ে যায়, তখন তাদের কথা শোনা যায়। অনেক নারী আছে, যারা তাদের ক্যারিয়ারে অনেক সংগ্রাম করে। তারা তাদের কথা বলার চেষ্টা করে। কিন্তু তাদের কথা শোনার কেউ নেই।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন