নারীদের স্বাবলম্বী করার লক্ষে দিনাজপুরে নারী বাইকারদের সঞ্চয়পত্র শুরু
নারীদের স্বাবলম্বী করার লক্ষে এবার দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন প্রকল্প হিসেবে সঞ্চয়পত্র শুরু।
দিনাজপুর জেলার জোজ কোর্ট চত্বরে ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের অধিকার সংরক্ষণ ও পুরুষদের পাশাপাশি নারীদেরও সকল ক্ষেত্রেই সমান অধিকার নিশ্চিত করার লক্ষে এই প্রকল্প উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর ওমেন্স বাইকার’র ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি লায়লা আরজুমান্দ বানু, সহ-সভাপতি সেতারা বেগম, সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানু, যুগ্ম সাধারন সম্পাদক বাবলি আক্তার পিংকি, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, বোর্ড সদস্য বনানী, রেবেকা মাসুদ সহ সকল সদস্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন