নারী কীভাবে এ সিনেমা বানায়, প্রশ্ন ভারতীয় সেন্সর বোর্ডের

ট্রেইলারে বেশ কিছু ‘বিশেষ’ দৃশ্যের জন্য আলোচনায় হিন্দি ছবি ‘বাবুমশাই বন্দুকবাজ’। কয়েকদিন আগে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। ছবি দেখার পর চুমুর দৃশ্য, অশ্লীল শব্দ বাদ দেয়াসহ ছবিটির মোট ৪৮টি দৃশ্য কাটার নির্দেশ দিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড। এসব দৃশ্য কাটার পরও ছবিটিকে ‘এ’ রেটিংসই দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের (সিবিএফসি) এক সদস্য ছবির প্রযোজক কিরণ শ্রফকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন। ওই সদস্যের বক্তব্য, একজন নারী প্রযোজক কীভাবে এমন সিনেমা বানাতে পারে?

বোম্বে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে কিরণ শ্রফ নিজেই এসব তথ্য দিয়েছেন। ‘বাবুমশাই বন্দুকবাজ’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ আগস্ট। এতে অভিনয় করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী, বিদিতা বাগ ও যতীন গোস্বামী। অ্যাকশন-থ্রিলার ধাঁচের এ ছবিটি পরিচালনা করেছেন কুশন নন্দী।