নারী দিবস উপলক্ষে বশেমুরবিপ্রবিতে ‘প্যাড ব্যাংক’ এর উদ্বোধন
বুধবার ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। দিনটি বিভিন্ন প্রতিপাদ্যে পালিত হচ্ছে বাংলাদেশসহ বিশ্বব্যাপী। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) দিনটি উদযাপিত হয়েছে। বিশেষ এই দিনটিকে সামনে রেখে নারীদের ঋতুস্রাবের কষ্ট দূরীকরণে স্থাপিত হয়েছে প্যাড ব্যাংক। ইন্সপায়ারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার ও ভলান্টিয়ার ফর বাংলাদেশের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে প্যাড ব্যাংক স্থাপন করা হয়।
পিরিয়ড অস্বস্তির কারণ যেন না হয়, সেজন্য নারী দিবসে ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে এই প্যাড ব্যাংক।
বুধবার (৮ই মার্চ) কার্যক্রমটির উদ্বোধন করেন বশেমুরবিপ্রবি প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া।
এ সময় প্যাড ফুরিয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে পুনরায় প্যাড দেয়ার ঘোষণা দেন প্রক্টর। তিনি বলেন, উদ্যোগটি যথোপযুক্ত ও সুন্দর। এমন সুন্দর কার্যক্রমে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।
শিক্ষক সমিতির সহ-সভাপতি মোঃ ফায়েকুজ্জামান মিয়া বলেন, মা, স্ত্রী আর কন্যা। এই তিন আপনজনই নারী। নারী দিবসে এমন কার্যক্রম প্রশংসনীয়। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। এমন উদ্যোগের ভূয়সী প্রশংসাও করছেন তারা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন