নাস্তিকের সংখ্যা বাড়ছে আরব দেশগুলোতে : জরিপ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2019/06/ftrhnjrj.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দিন দিন নিজেকে ‘ধর্মহীন’ হিসেবে পরিচয় দেন এমন মানুষের সংখ্যা বাড়ছে আরব বিশ্বে। এ বিষয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ১০ টি আরব দেশে চালানো সবচেয়ে বড় ও বিশদ একটি জরিপে এমনই তথ্য মিলেছে। আরব ব্যারোমিটার নামে একটি সংস্থা বিবিসি-অ্যারাবিকের জন্য জরিপটি করেছে।
জরিপে দেখা গেছে, ২০১৩ সালে এসব দেশের ৮% মানুষ নিজেদের ‘ধর্মহীন’ বলে পরিচয় দিতেন। ২০১৮-১৯ সালে এমন মানুষের সংখ্যা বেড়ে এখন ১৩%।
অংশগ্রহণকারীদের মধ্যে ত্রিশের কম বয়সীদের সংখ্যাই বেশি। তাদের মধ্যে ১৮ শতাংশ নিজেদের ধর্মহীন পরিচয় দিয়েছে।
এ জরিপে মোট ২৫ হাজার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে। ১০ টি আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন ছাড়া সব দেশেই ধর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে।
তিউনিশিয়ায় সবচেয়ে বেশি প্রায় ৩৫% জরিপে অংশগ্রহণকারী ব্যক্তি নিজেদের ধর্মহীন পরিচয় দিয়েছেন। অন্যদিকে ইয়েমেনে ধর্মহীন মানুষের সংখ্যা ২০১৩ সালের চেয়ে কমেছে।
বিশ্লেষকরা বলছেন, রক্ষণশীল এসব দেশে প্রকৃত ধর্মহীন মানুষের হার আরও বেশি হবে। কেননা অনেকেই ভয়ে নিজের অবিশ্বাসের কথা প্রকাশ করতে চান না।
১০ টি আরব দেশগুলোর মধ্যে ইয়েমেন ছাড়া সব দেশেই ধর্মহীন মানুষের সংখ্যা বেড়েছে।
জরিপে দেখা যাচ্ছে, নারী নের্তৃত্ব ও যৌনতার মতো বিষয়গুলোতেও আরবদের দৃষ্টিভঙ্গি আগের চেযে বদলেছে। নারী নেতৃত্বে দোষের কিছু দেখছেন না অনেকে। তবে এখনও সমকামিতার চেয়ে অনার কিলিং বেশি গ্রহণযোগ্য এসব দেশে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন