নিঃসঙ্গ বিরহ || হুসাইন বিন আফতাব
নিঃসঙ্গ বিরহ
হুসাইন বিন আফতাব
আমার প্রতি ভালবাসার কমতি তোমার বেশ,
স্বার্থ তোমার আলো আশার আবেগ হলো শেষ।
নিত্য তোমার মন বাগিচায় আমার হৃদয় পাখি,
গানের সুরে মায়ায় ভরে উঠত সদা ডাকি।
কোন অজানায় থাকতে ডুবে স্মৃতির পাতা খুলে,
আমি তো বেশ আগের মতই যায়নি তোমায় ভুলে।
বুকের জমিন তোমায় দিলাম থাকতে পাশাপাশি,
একলা তবুও নিজকে ভাবি কেমন ভালবাসি!
নেইতো খেয়াল আমার প্রতি ভাবনা তোমার কি যে?
এলোমেলো দিনগুলো হায় কাটে দুঃখের ভাজে।
বরাবর-ই ভালবাসার স্বপ্ন চাষী আমি,
তোমার সাথে মিশতে গিয়ে হঠাৎ করে থামি।
পথের মাঝে থমকে দাঁড়াই ভাবনা বাড়ায় রোজ,
দুঃখের ছায়ায় আবেগ কাঁদে পায়না তোমার খোঁজ।
সান্ত্বনা দেই নিজকে আমি মিছে মায়ার খেলা,
এই দুনিয়ায় কেউ কারো নয় সবি রংয়ের মেলা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন