নিউইয়র্কে হ্যালোইন উদযাপিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/11/IMG_20231101_202130-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
নিউইয়র্কে সোমবার (৩১ অক্টোবর) নিউইয়র্কে হ্যালোইন উদযাপিত হয়েছে। হ্যালোইন দিবসটি উপলক্ষে শহরের প্রধান রাস্তায় বিভিন্ন স্কুল ও অফিসের ব্যবসা প্রতিষ্ঠানে অধিকাংশ মানুষকে হ্যালোইনের পোশাক পরিধান করতে দেখা যায়।
লং আয়াল্যান্ টিউটর টাইমে সারাদিন ছিল হ্যালোইনের বিশেষ আয়োজন। সকাল ৯ টা শহরের হ্যালোইন পোশাক পরিধান করে সকাল ১০ টায় মুভি প্রদর্শন করা হয়। সকাল ১১টায় অভিভাবক ও স্কুলের শিশুদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
দুপুর ১২ টায় হ্যালোইন কাস্টম র্যালি ও পিকচার ফুটেজ নেওয়া হয়। বিকেল টিউটর টাইমের পার্কিং লর্ডে প্রাইভেট কারে ট্রি ইট ট্রির বিশাল আয়োজন করা হয়। এত বিপুল সংখ্যক শিশুদের চকলেট,ট্টি ইট ট্টির ক্যান্ডি, বিস্কুিট, চিপস সহ বিভিন্ন স্নেকস জাতীয় খাবার সংগ্রহ করতে দেখা যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন